রাজশাহীর আম গাছে মুকুলের সমারোহ

রাজশাহীতে আমের গাছে ফুটছে আগাম মুকুল। রাজশাহী মহানগরীর মালোপাড়া এলাকায় একটি আম গাছ ফরে উঠেছে মুকুলে মুকুলে।

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত। আমের রাজধানী হিসেবে পরিচিত এ অঞ্চল। জেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতেও চাষ হয়ে থাকে নানা জাতের আম। লাভজনক হওয়ায় প্রতিবছরই আম চাষের জমি বাড়ছে। বিদেশসহ দেশের বিভিন্ন জেলায় আম রপ্তানি হয়ে থাকে।

আমের ফলননির্ভর করে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা।

মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় সেই মুকুলের গন্ধে বাগান মালিকদের চোখে ভাসছে স্বপ্ন। রাজশাহীর বিখ্যাত আমের মধ্যে আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, ক্ষিরসাপাতি, বারি-৪, হাড়িভাঙা অন্যতম। ইতোমধ্যে এসব গাছে মুকুল আসা শুরু হয়েছে। গাছের পুরো মুকুল ফুটতে আরো কয়েক সপ্তাহ লাগবে।

মুকুল আসার পর থেকেই বাগানের মালিকরা গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন। মুকুল রোগবালাইয়ের আক্রমন থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছেন তারা।