ক্রিকইনফোর বর্ষসেরা একাদশেও মোস্তাফিজ

সম্প্রতি আইসিসি ঘোষিত বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পান টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। জায়গা পেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষিত বর্ষসেরা টি২০ একাদশে। এছাড়া ভারতের জনপ্রিয় ইংরেজী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা টি২০ একাদশেও রয়েছে এ বাম-হাতি পেসারের নাম। আরও একবার বর্ষসেরাদের কাতারে নাম লেখালেন কাটার মাস্টার।

২০১৬ সালের বর্ষসেরা টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেটের সর্বাধিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। সেখানেও বিশ্বসেরা পেসার হিসেবে জায়গা করে নিয়েছেন সাতক্ষীরার মোস্তাফিজ।

বছর শেষের একদিন আগে সব ফরম্যাটের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যেখানে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান।

এই দলে বাংলাদেশ দলের অন্যতম অস্ত্র বাঁ-হাতি পেসার মুস্তাফিজের পাশাপাশি রয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং দৈত্য ক্রিস গেইল, ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও রয়েছেন টি-টোয়েন্টি একাদশে।

তবে চলতি বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ পারফরম্যান্স করেছেন আফ্রিদি, যা এই একাদশে তাকে জায়গা পেতে অনেকখানি সাহয্য করেছে।

টি-টোয়েন্টি একাদশ
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), বিরাট কোহলি (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), জস বাটলার (ইংল্যান্ড), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়ায়েন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), শহীদ আফ্রিদি (পাকিস্তান), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), জাসপ্রিত বুমরাহ (ভারত) এবং মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।

টেস্ট একাদশ
আজহার আলী (পাকিস্তান), ক্রেইগ ব্রেথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), জো রুট (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), জনি বেয়ারস্ট্রো (ইংল্যান্ড), বেন স্টোকস (ইংল্যান্ড), রবিচন্দন অশ্বিন (ভারত), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), মিশেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।

ওয়ানডে একাদশ
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), জো রুট (ইংল্যান্ড), কোহলি (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া),জস বাটলার (ইংল্যান্ড), বেন স্টোকস (ইংল্যান্ড),মিশেল স্টার্ক (অস্ট্রেলিয়া), সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) এবং জসপ্রিত বুমরাহ (ভারত)।