ভুট্টার আবাদে শীর্ষে চুয়াডাঙ্গা

ভুট্টার আবাদে শীর্ষে চুয়াডাঙ্গাএবারো চুয়াডাঙ্গায় ভুট্টার আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। ফলে গতবারের মতো এবারো দেশের সর্বাধিক ভুট্টা আবাদের রেকর্ড গড়তে যাচ্ছে চুয়াডাঙ্গা।
গতবার চুয়াডাঙ্গার ৪টি উপজেলায় মোট ৪৮ হাজার ৪৩০ হেক্টর জমিতে ভূট্টার আবাদ করে দেশের সর্বাধিক ভুট্টা চাষের জেলা হিসেবে রেকর্ড গড়ে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, গতবছর ভুট্টা আবাদের মূল মৌসুমে চুয়াডাঙ্গায় ৪৮ হাজার ৪৩০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়। সে হিসেবে এবারো গতবারের আবাদের পরিমাণকেই লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু এবারো গতবারের চেয়ে চুয়াডাঙ্গায় বেশি ভুট্টার আবাদ করেছেন কৃষকেরা।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাঠপর্যায়ে কর্মরতদের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজ চলছে।
বুধবার শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গায় এবার ভুট্টার আবাদ হয়েছে ৪৮ হাজার ৯৫০ হেক্টোর জমিতে। সব তথ্য পাওয়া গেলে এ পরিমাণ আরো বাড়বে।
চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলার মধ্যে আলমডাঙ্গা উপজেলায় এবার কিছুটা কমলেও বেড়েছে বাকি ৩ উপজেলায়। গতবার আলমডাঙ্গায় ভুট্টার আবাদ হয়েছিলো ১২ হাজার ৮৬০ হেক্টর জমিতে, এবার হয়েছে ১২ হাজার ৩ হেক্টর জমিতে। জীবননগরে গতবার ছিলো ৬ হাজার ৫শ এবার ৭ হাজার ছড়িয়ে গেছে। দামুড়হুদা উপজেলায় গতবার ১৪ হাজার ১৮০ হেক্টরে আবাদ করা হলেও এবার তা বেড়ে ১৫ হাজার ৫০ হেক্টর ছুঁয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলায় গতবার ১৪ হাজার ৮৯০ হেক্টর আবাদ হলেও এবার হয়েছে ১৪ হাজার ৯শ হেক্টর জমিতে।
ভুট্টা চাষীরা বলেন, ভুট্টার আবাদে ঝুঁকি কম। যেমন গমের আবাদে গতবার ফলন বিপর্যয়ে পড়তে হয়েছিল। গুণতে হয়েছিল লোকসান। ভুট্টায় তেমন ঝুঁকি নেই। তুলনামূলক লাভ বেশি। বিক্রি করতে গিয়েও ঝামেলায় পড়তে হয় না। নগদ টাকায় বিক্রি। তাছাড়া এবার চুয়াডাঙ্গায় গমের আবাদ না করার জন্য কৃষি বিভাগ আহ্বান জানিয়েছে। ফলে গমের বদলে ভুট্টার দিকেই ঝুঁকেছে বলেই গতবারের রেকর্ড ভেঙে চুয়াডাঙ্গার ভুট্টাচাষিরা এবারো গড়তে বসেছে নতুন রেকর্ড।