বাংলাদেশের অটিজমবিষয়ক পরামর্শক কমিটির চেয়ারপারসন সায়মা হোসেন পুতুল বলেছেন, দুর্যোগকালে প্রতিবন্ধীদের নিরাপদ আশ্রয়দান, উদ্ধার ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
বুধবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের প্রথম সভায় তিনি এ কথা বলেন।
এ টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন পুতুল।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ডিসেম্বরে বাংলাদেশে প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আগে আগামী এক বছর দুর্যোগের ঝুঁকি থেকে প্রতিবন্ধীদের রক্ষায় স্বোচ্ছাসেবকদের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের প্রশিক্ষণ দেবে সরকার।
সায়মা হোসেন পুতুলের সভাপতিত্বে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, টাস্কফোর্সের সদস্য সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার সচিবসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সায়মা হোসেন পুতুল বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার সব ক্ষেত্রে প্রতিবন্ধী জনগোষ্ঠীর নিরাপত্তা, অংশগ্রহণ ও ক্ষমতায়ন বিবেচনা করতে হবে। তিনি বলেন, প্রতিবন্ধীরা এমনিতেই ঝুঁকিপূণ জনগোষ্ঠী। দুর্যোগে তারা আরও ঝুঁকিতে থাকেন। তাই তাদের নিরাপদ আশ্রয়দান, উদ্ধার ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
সভার বিষয়ে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বলেন, আগামী বছরের ডিসেম্বরে ঢাকায় প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে টাস্কফোর্সের সভায় সিদ্ধান্ত হয়েছে। ২০১৫ সালের ১২ থেকে ১৪ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনে আটটি ঘোষণা ছিল। সেই ঘোষণার কতগুলো বাস্তবায়ন করা হয়েছে, কতটুকু অগ্রগতি হয়েছে তা নিয়ে আলোচনা করেছি।