ঘাটাইলে পাঁচ স্কুল ছাত্র তৈরি করেছে ড্রোন

টাঙ্গাইলের ঘাটাইলে পাঁচ স্কুলছাত্রের তৈরি ড্রোন আকাশে উড়িয়ে অবাক করলো সবাইকে। দীর্ঘদিনের স্বপ্ন সত্যিই বাস্তবে পরিণত হলো ক্ষুদে বিজ্ঞানীদের । এরা হলো- মনিরুজ্জামান তালুকদার হূদয়, সজীব, সুমন রেজা, তৌকির ও ওমর ফারুক।

পাঁচজনই ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। বয়সের বিবেচনায় তারা খুব বেশি বড় নয়। কিন্তু তাদের স্বপ্নটা অনেক বড়। দীর্ঘদিন ধরেই তারা চেষ্টা চালিয়ে আসছিল একটি ড্রোন বানানোর। অবশেষে তাদের সেই চেষ্টা সফল হয়েছে। গত শুক্রবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে এই খুদে পাঁচ বিজ্ঞানী তৈরি একটি ছোট ড্রোন তাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠান ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠের আকাশে উড়িয়েছে।

ড্রোন তৈরি করা খুদে বিজ্ঞানীদের দলনেতা মনিরুজ্জামান হূদয় জানায়, তারা গত নভেম্বর মাসে ড্রোনটির নির্মাণ কাজ শুরু করে। নির্মাণ কাজ শেষ হয় ৫ ডিসেম্বর। এখনো চলছে সেটির উন্নয়ন কাজ। ড্রোনটির সঙ্গে ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

৯৫০ গ্রাম ওজনের ড্রোনটি তৈরি করতে প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। এটি প্রায় এক কেজি ২শ’ গ্রাম ওজনের মালামাল বহন করতে পারে। প্রাথমিকভাবে দেড় কিলোমিটার এলাকায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তারা এটিকে আরো বেশি প্রযুক্তি নির্ভর, আধুনিক ও জন কল্যাণময় করার চেষ্টা অব্যাহত রেখেছে। যদি প্রতিষ্ঠান বা সরকারের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হয় তাহলে আরো উন্নত মানের ড্রোন তৈরি করা সম্ভব।