প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা। ইনশাল্লাহ, আমরা বাংলাদেশকে গড়ে তুলবই। শহীদদের রক্ত কখনো বৃথা যেতে দেব না। এটাই আমাদের প্রতিজ্ঞা।’
আজ বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমার একটাই লক্ষ্য- এ দেশের কোনো মানুষ জীর্ণকুটিরে থাকবে না, গৃহহারা থাকবে না। প্রত্যেকটি মানুষ অন্তত মানুষের মতো বাঁচতে শিখবে এবং বাঁচবে। কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না। সেইটুকু যেন করে যেতে পারি।’
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা ভোগ করার বস্তু নয়। ক্ষমতা হচ্ছে দায়িত্ব। মানুষ উন্নয়ন, কল্যাণ করা ক্ষমতার ধর্ম। এ দেশকে জাতির পিতার স্বপ্নের মতো গড়ে তুলতে হবে। টাকা পয়সা দিয়ে কি হবে, মানুষ মারা গেলে সবতো রেখে যেতে হবে। তাহলে কিসের লোভ। নিজের যা আছে তা দিয়ে মানব কল্যাণ করা উচিত।
তিনি আরো বলেন, ৭৫ এর পর যারা দেশ পরিচালনা করছে তারা দেশের কল্যাণ চায়নি। চিকিৎসা, লেখাপড়া, উন্নত জীবন তারা দিতে চায়নি।
শেখ হাসিনা বলেন, যারা স্বাধীনতার পক্ষে তারা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।বিরোধী থাকলেও দেশের কোনো ক্ষতি হয় না। আর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থাকলে এবং ক্ষমতার বাইরে থাকলে দেশের কী ক্ষতি তাও মানুষ দেখেছে।
প্রধানমন্ত্রী বলেন, বহির্বিশ্বে আজ দেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। বিশ্বে যখন মন্দা পরিস্থিতি তখন আমাদের দেশের প্রবৃদ্ধি হচ্ছে। দেশ ডিজিটাল হয়েছে। এটা তারা সহ্য করতে পারে না।
তিনি বলেন, যারা দেশকে ব্যর্থ করতে বুদ্ধিজীবীদের হত্যা করেছে তারাই ব্যর্থ হয়েছে। যারা জীবন দিয়ে গেছে তাদের কথা স্মরণ করে দেশ এগিয়ে নিতে হবে। যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে তাদের বিচার হবেই। ন্যায়ের জয় সব সময় হয়।