প্রথমবারের মতো প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ব্রেইল বই দেবে সরকার। পাশাপাশি প্রথমবারের মত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫টি ভাষার বই দেওয়া হচ্ছে। গত রবিবার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী থানার মাতুআইল এলাকায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপার কাজ পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী আরো জানান, আগামী ১৫ দিনের মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য বই পৌঁছে যাবে। এবার প্রথম থেকে নবম শ্রেণিতে মোট ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই বিতরণ করা হবে। মন্ত্রী বলেন, গত বছরের থেকে ২ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ২৭৩টি বই বেশি বিতরণ করা হবে। ইতিমধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ বই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে দেয়া হয়েছে।
গতবারের চেয়ে এবার প্রায় তিন কোটি বই বেশি দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে প্রতিবছরই শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঝড়ে পড়া কমছে। যার ফলে প্রতিবছরই বইয়ের সংখ্যা বাড়ছে। মন্ত্রী দুপুরে মাতুয়াইল এলাকার মৌসুমী প্রিন্টিং প্রেস এবং প্রাইট প্রিন্টিং প্রেস নামে দুটি ছাপা-খানা পরির্দশন করেন। মন্ত্রী বলেন, গত বছর এনসিটিবি ৩৩ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৯৭২টি বই ছেপেছিল। আর এবছর ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই ছাপানো হচ্ছে।