মঙ্গল শোভাযাত্রাঃ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ‌্যের তালিকায়

জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ‌্যের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশে বাংলা বর্ষবরণের অন‌্যতম অনুসঙ্গ ‘মঙ্গল শোভাযাত্রা’।
বুধবার ইউনেস্কোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানানো হয়।
এতে বলা হয়, ইথিওপিয়ার আদ্দিস আবাবায় বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ‌্য রক্ষায় আন্তঃদেশীয় কমিটির একাদশ বৈঠকে ‘রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব ইনট‌্যানজিয়েবল কালচারারল হেরিটেজ অফ হিউমিনিটির’ তালিকায় বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা অন্তর্ভুক্ত হয়েছে।