মতলব উত্তর (চাঁদপুর) উপজেলার চরাঞ্চলে এবার শিমের বাম্পার ফলন হয়েছে। উপজেলার চরকাশিম, চরউমেদ, বাহেরচর, খুনেরচর, চরজিংকিং, চরএলেন, মহিষমারিরচর ও মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প এলাকাসহ উপজেলা জুড়েই এবার প্রচুর পরিমাণে শিমের চাষ হয়েছে।
উপজেলার এখলাছপুর ইউনিয়নের চরকাশিম এলাকার গৃহিণী মরিয়ম আক্তার জানান, পুরুষরা মাঠের জমিতে এবং গৃহিণীরা বাড়ির আঙ্গিনায় শিমের চাষ করে লাভবান হচ্ছেন।
চরকাশিমের এক শিক্ষার্থিনী শিমচাষী ময়না আক্তার জানায়, লেখাপড়ার পাশাপাশি বাড়ীর আঙ্গিনায় শিমসহ বিভিন্ন মৌসুুমি তরকারির চাষ করে লেখা-পড়ার অর্থ নিজেরাই জোগাড় করে আসছি।
চরউমেদ এলাকার আলাউদ্দিন বলেন, শিমের পাইকারি দর প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা। শিম বিক্রি থেকে এ বছর প্রায় এক লাখ টাকা আয় হতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ূম মজুমদার জানায়, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প এলাকাসহ চরাঞ্চলে এবার জাড়শিম চাষ হয়েছে প্রচুর। অনুকূল আবহাওয়ার কারণে ফলন ভালো হয়েছে।