মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আধুনিক পশু জবাইখানা উদ্বোধন করা হয়েছে। সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম গতকাল সোমবার এটি উদ্বোধন করেন।
রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে স্বাস্থ্যকর পরিবেশে জবাইকৃত মাংস সরবরাহের সুবিধার্থে উত্তর সিটির উদ্যোগে ইসলামিক রিলিফ, ইউএসএ’র অর্থায়নে এবং ইসলামিক রিলিফ, বাংলাদেশের সহায়তায় আধুনিক এ পশু জবাইখানাটি নির্মাণ করা হয়েছে। এখানে প্রতিদিন ছোট-বড় প্রায় ৩০০টি পশু জবাই করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর সিটির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. তারিক বিন ইউসুফ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমদাদুল হক, ইসলামিক রিলিফ, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাবেল ফিরোজ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. নাছিরসহ উত্তর সিটির কর্মকর্তাবৃন্দ।