কিশোরগঞ্জের হোসেনপুরে এ বছর লাউসহ বিভিন্ন সবজির ব্যাপক চাষ হয়েছে। সবজি চাষ করে কয়েক হাজার কৃষক স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অনেকেই আজ লাখপতি। উপজেলার চর জামাইল গ্রামের কৃষক ছিদ্দিক মিয়া জানান, বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে এবার লাউয়ের বাম্পার ফলন ও মূল্য বৃদ্ধি পাওয়ায় শুধু লাউ বিক্রি করে আয় করেছেন প্রায় ২ লাখ টাকা। হোসেনপুরের সর্বত্রই এখন অর্থকরী ফসল হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে লাউসহ বিভিন্ন সবজি।
সরেজমিন শুক্রবার উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, চলতি মৌসুমে বিভিন্ন ধরনের সবজির বাম্পার ফলন হওয়ায় কৃষক মহাখুশি। এ সময় স্থানীয় কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ব্রহ্মপুত্র ও নরসুন্দার চরাঞ্চলসহ প্রত্যন্ত গ্রামগঞ্জের মাটির গুণগত মান লাউসহ সবজি চাষের জন্য অধিকতর উপযোগী হওয়ায় ৮ থেকে ১০ বছর ধরে এসব এলাকায় সবজির আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে খেটে খাওয়া মানুষের আর্থিক অবস্থারও পরিবর্তন হয়েছে ব্যাপক। সবজি চাষ করে বহু কৃষক পরিবার আজ স্বাবলম্বী।
উপজেলার চর জামাইল গ্রামের কৃষক ছিদ্দিক মিয়া জানান, বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে এবার লাউয়ের বাম্পার ফলন ও মূল্য বৃদ্ধি পাওয়ায় শুধু লাউ বিক্রি করে আয় করেছেন প্রায় ২ লাখ টাকা। তার মতো উপজেলার রহিমপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম, চরহাজীপুর গ্রামের মফিজ উদ্দীন, দাপুনিয়ার মুস্তাক আহমেদ, উত্তর গোবিন্দপুরের দেলুয়ার হোসেনসহ কয়েকশ’ কৃষক সবজি চাষে লাখপতি হয়েছেন। তাদের দেখাদেখি অনেকেই অন্য ফসল বাদ দিয়ে লাউসহ বিভিন্ন ধরনের সবজি চাষে ঝুঁকে পড়েছেন। হোসেনপুরের সর্বত্রই এখন অর্থকরী ফসল হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে লাউসহ বিভিন্ন সবজি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরুল কায়েছ জানান, এ বছর লাউ, আলুসহ বিভিন্ন সবজির বাম্পার ফলন হয়েছে। তবে সংরক্ষণ সংকটে কৃষক উৎপাদিত সবজির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তিনি এ এলাকায় একটি হিমাগার স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। সাহেবেরচর গ্রামের কৃষক আলম মিয়া, মজিদ মিয়া, চরজিনারী গ্রামের কৃষক রবি হোসেন, গোবিন্দপুর গ্রামের আনোয়ার হোসেনসহ অনেকেই জানান, বিগত সময়ে চরাঞ্চলের কৃষক বালুমিশ্রিত জমিতে মিষ্টি আলু, মাষকলাই ও বাদাম ছাড়া অন্য কোনো ফসল উৎপাদনের চিন্তা করতেন না। বর্তমানে সেচ সুবিধা বৃদ্ধি পাওয়ায় এসব এলাকায় ধান, পাট, লাউ, কুমড়াসহ বিভিন্ন সবজি চাষ করে প্রতিটি কৃষকই তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন।