দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সার্বিক উন্নয়নে তারুণ্যের উদ্যমের প্রতি প্রবল আস্থা প্রকাশ ও তারুণ্যের জয়গানের মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে দেশের প্রথম তরুণ উদ্যোক্তা বাণিজ্য মেলা। নগরের সিজেকেএস অনুশীলন মাঠে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমোপলিটন আয়োজিত ১৫ দিনের এই বাণিজ্য মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও দৃঢ় মনোবলের প্রশংসা করে বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে এগোচ্ছে এবং অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আর এ কাজ ত্বরান্বিত করবে দেশের তরুণ উদ্যোক্তারা। তাদের হাতেই এখন দেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি।’ তরুণ উদ্যোক্তাদের সংগঠন জেসিআইকে এ ক্ষেত্রে অনেক বেশি তত্পর উল্লেখ করে তিনি আরো বলেন, ‘তাদের উদ্যম ও কাজের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।’
আ জ ম নাছির বলেন, ‘দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক দিকসহ সব ক্ষেত্রেই চট্টগ্রাম প্রথম স্থানে রয়েছে। এখানে নানা বাধা-বিপত্তি থাকলেও চট্টগ্রামকে কেউ দাবিয়ে রাখতে পারবে না এবং অবশ্যই চট্টগ্রাম দেশকে নেতৃত্ব দেবে।’
একসময় মার্কিনিরা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল—এ কথা উল্লেখ করে মেয়র নাছির বলেন, ‘অর্থনৈতিক উন্নতি করতে হলে বাংলাদেশের দিকে তাকাতে হবে। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন গোটা বিশ্বে অর্থনীতির বিশেষ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্ব গুণ এবং তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুচ ছালাম, জেলা প্রশাসক সামশুল আরেফীন, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম উইমেন চেম্বার সভাপতি কামরুন মালেক, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম, চট্টগ্রামের প্রেসিডেন্ট এস এম আবু তৈয়ব, জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন মামুন, চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, জেসিআই, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা নিয়াজ মোরশেদ এলিট এবং স্বাগত বক্তব্য দেন জেসিআইর সাধারণ সম্পাদক জুনায়েদ ইয়াজদানি রবিন, জেসিআই নির্বাহী কমিটির সহসভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন ও ধন্যবাদসূচক বক্তব্য দেন জেসিআই চট্টগ্রামের সভাপতি জসিম আহমেদ। আলোচনা সভার ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক সংগঠন ‘কাদামাটি’ মনোজ্ঞ গীতি নৃত্যনাট্য পরিবেশন করে।
সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালাম দেশে প্রথমবারের মতো তরুণ উদ্যোক্তা মেলা আয়োজনের প্রশংসা করে বলেন, এই তরুণ উদ্যোক্তা মেলা কেবল দেশে নয়, দক্ষিণ এশিয়ায়ও প্রথম। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তাঁর তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রসঙ্গ টেনে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে তাঁর অবদান বিপুল প্রশংসনীয় এবং প্রমাণ হয়েছে জুনিয়ররাও অনেক কিছু করতে পারে।
সভায় চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘চিটাগং চেম্বার আয়োজিত বাণিজ্য মেলা এখন আন্তর্জাতিক বাণিজ্য মেলা হিসেবে প্রতিষ্ঠিত। জেসিআইও চট্টগ্রামে প্রথম যে তরুণ উদ্যোক্তা মেলার আয়োজন করেছে সেটিও একদিন ইতিহাস হবে এবং জেসিআইয়ের বাণিজ্য মেলাও আগামী পাঁঁচ বছরের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার রূপ পরিগ্রহ করবে।’
মাহবুবুল আলম আরো বলেন, ‘স্বপ্ন বড় করে দেখতে হয়। স্বপ্ন না থাকলে কেউ অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না। প্রকৃত উদ্যোক্তারা ব্যাংক ঋণ মেরে খায় না। তারা বরং ব্যাংকের অলস টাকা বিনিয়োগ করে ব্যাংককে সচল রাখার পাশাপাশি নতুন নতুন বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’
চট্টগ্রামের জেলা প্রশাসক সামশুল আরেফীন তরুণ উদ্যোক্তা মেলার সাফল্য কামনা করে বলেন, ‘২০২১ সাল নাগাদ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সে ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা হবে বিশাল।’
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম, চট্টগ্রামের প্রেসিডেন্ট এস এম আবু তৈয়ব বলেন, ‘তরুণদের মাধ্যমেই এ দেশের অর্থনীতিতে বিপ্লব সাধিত হবে।’
জেসিআই প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন মামুন বলেন, ‘আমরা ঢাকায় যা পারিনি তা আজ চট্টগ্রামে করে দেখানো হয়েছে।’ এ জন্য তিনি জেসিআই, চট্টগ্রাম কসমোপলিটনকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘এখন ঢাকায় এমন একটি মেলা করা যায় কি না ভাবছি।’
জেসিআই চট্টগ্রামের প্রতিষ্ঠাতা নিয়াজ মোরশেদ এলিট বলেন, ‘তরুণরাই দেশকে অনেক কিছু দিয়েছে এবং আগামীতেও দেবে। তিনি বলেন, এ মেলায় ৭৫ শতাংশ স্টল একেবারে নতুন উদ্যোক্তাদের। এটি তরুণ উদ্যোক্তাদের ফোকাস করতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তারা এর মধ্য দিয়ে অনুপ্রাণিত হবে।’
জেসিআই, চট্টগ্রাম কসমোপলিটন আয়োজিত তরুণ উদ্যোক্তা মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে কালের কণ্ঠ, বাংলানিউজ২৪.কম ও দৈনিক আজাদী।