বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা করবে বাংলাদেশ-মিয়ানমার। বুধবার হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-মিয়ানমার জয়েন্ট ট্রেড কমিশনের ৮ম সভায় বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে একমত হয়েছেন দুই দেশের প্রতিনিধিরা।
সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। মিয়ানমারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী দেশটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
জানা গেছে, বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় ১০ কোটি ডলার। এর আগে ২০১৪ সালের ১৪ ও ১৫ জানুয়ারি মিয়ানমারের রাজধানী নেপিডোতে বাংলাদেশ-মিয়ানমার জয়েন্ট ট্রেড কমিশনের ৭ম সভায় দুই দেশের বাণিজ্যকে ৫০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সই হয়।
আজকের সভায় এই ধারা অব্যাহত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, এজন্য সম্ভাব্য কৌশল ও কর্মপন্থা নির্ধারণ করবে দুই দেশের সরকার। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারিত করাই এ সভার মূল উদ্দেশ্য।
জয়েন্ট ট্রেড কমিশনের এ সভায় কৃষি গবেষণা এবং মৎস্য খাতে সহযোগিতার জন্য দুটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়।