ইংল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজের শেষ টেস্টে ১০৮ রানের বিশাল জয়ের পর বাংলাদেশকে প্রশংশায় ভাসিয়েছে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে দেশ-বিদেশের গণমাধ্যমগুলো। এছাড়াও টাইগারদের ঐতিহাসিক এই জয়ের পর টুইটারে বাংলাদেশের বন্দনায় মেতেছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও। ইয়ান বিশপ থেকে শুরু করে রবিচন্দ্রন অশ্বিন সবার টুইটেই ঝরেছে বাংলাদেশের আকণ্ঠ প্রশংসা।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার বিশপ তার টুইটারে লিখেছেন, কী অসাধারণভাবেই না ম্যাচে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। দারুণ একটা সিরিজ উপভোগ করলাম। বাংলাদেশের ক্রিকেট সঠিক পথেই এগিয়ে যাচ্ছে।
সাবেক ইংলিশ ক্রিকেটার ডেরেক প্রিঙ্গল রসিকতা করে লিখেছেন, ঢাকার স্কোরবোর্ডটা দারুণ লাগছে…একেবারে “পাক্কা”!
ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন লিখেছেনন, এই মুহূর্তে সফরকারী দলগুলোর জন্য মিরপুরের মাঠ হচ্ছে সবচেয়ে বৈরী…অন্তত সাম্প্রতিক ইতিহাস সেটিই বলে।
অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার জেসন গিলেস্পি এই হারে ইংল্যান্ডের প্রতি ‘সমবেদনা’ জানিয়ে লিখেছেন, এই জয় বাংলাদেশের জন্য বিরাট অর্জন! কী দুর্দান্ত দুটি টেস্ট দেখলাম।
সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন অবশ্য এই হারের পরও ইংল্যান্ড দলকে অভিনন্দন জানালেন নিরাপত্তার ঝুঁকি মাথায় রেখেও সফরে যেতে রাজি হওয়ায়। তিনি লিখেছেন, দুটি দারুণ সিরিজ উপহার দেওয়ার সব কৃতিত্ব ইংলিশ ক্রিকেটারদের, যারা বাংলাদেশ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
তিনি আরও লিখেছেন, আজকের দিনটি ইংলিশ ক্রিকেটের একটি বাজে দিন। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি দারুণ এক মুহূর্ত। দুটি টেস্টেই তারা দুর্দান্ত খেলেছে।