বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ

অভিষেকে সব আলো কেড়ে নিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১৯ বছরের এই যুবার অলরাউন্ড নৈপুণ্যে দেখা না গেলেও বল হাতে দারুণ ভেল্কি দেখিয়েছেন তিনি। পরশু ঢাকা টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক ১০৮ রানের জয়ে অনবদ্য এক ভূমিকা রেখেছেন মিরাজ। দুই ইনিংস মিলে নিয়েছেন ১২ উইকেট। তার ঘূর্ণিতে দিশেহারা হয়ে এক সেশনেই ১০ উইকেট খুইয়েছে অ্যালিস্টার কুকের দল। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে নিয়েছেন ৭ উইকেট। এরপর ঢাকা টেস্টে ১২ উইকেট। দুই টেস্ট সিরিজে মোট ১৯ উইকেট। যা বিশ্ব রেকর্ড। এমন নৈপুণ্যেই এখন প্রশংসার জোয়ারে ভাসছেন খুলনার এক সাধারণ ছেলে মিরাজ। বিশ্ব মিডিয়ায় তার বন্দনা তো চলছেনই সেইসঙ্গে সতীর্থদেরও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি………
মিরাজ বন্দনায় ভারতের জনপ্রিয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া লিখেছে- ‘মিরাজ নৈপুণ্যে ঐতিহাসিক জয় বাংলাদেশের।’ কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার লিখেছে বালক-বীরের মহাকীর্তিতে বঙ্গ ক্রিকেটে বসন্ত পূর্ণিমা। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো লিখেছে, ‘মিরাজের ১২ উইকেট প্রাপ্তিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের। তবে বিশ্ব মিডিয়ার অনেক পত্রিকায় এবং ওয়েবসাইটে মিরাজ হেডলাইন না হলেও ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়টিকে ‘ঐতিহাসিক জয়’ বলে শিরোনাম করেছে।
মিরাজের প্রশংসা করে টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশের নতুন সুপারস্টার। ভবিষ্যতেও তোমার কাছে এমন পারফরম্যান্সই প্রত্যাশা করি।’ একইভাবে নিজের ফেসবুক পেজে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘মিরাজ তোমাকে অনেক দূর যেতে হবে। শুভকামনা রইল।’ বাংলাদেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মিরাজ সম্পর্কে বলেছেন, ‘অভিনন্দন বাংলাদেশের উদীয়মান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।’
শুধু সতীর্থ নয় প্রতিপক্ষ ইংলিশ শিবিরেরও ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন মিরাজ। খোদ ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক এবং ট্রেভর বেইলিস মিরাজের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তাকে বিরল প্রতিভাধর এবং বোলিংয়ের প্রশংসা করেছেন।