ক্রীড়া প্রতিবেদক : ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা নানা কারণেই মনে থাকবে বাংলাদেশের। তবে সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবেন বোধহয় মিরাজই। ইংল্যান্ডের সমর্থকরা মিরাজকে মনে রাখবে দীর্ঘদিন। কারণ ১৯ বছরের এ স্পিনার স্পিন-বিষে যেভাবে নীল করেছে অ্যালিস্টার কুকবাহিনীকে। দুই ম্যাচ সিরিজে একের পর এক কীর্তি গড়েছেন মেহেদী হাসান মিরাজ। ঢাকা টেস্টের দুই ইনিংসেই দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়ে ১৩০ বছরের পুরনো বিশ্ব রেকর্ড ভেঙে দেন তিনি। অভিষেকের পর দুই ম্যাচ টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নেয়ার কীর্তি গড়েন এ তরুণ উদীয়মান ক্রিকেটার।
অভিষেকের পর প্রথম দুই ম্যাচ টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট নেয়ার বিশ্ব রেকর্ড এত দিন অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি পেসার জন জেমস প্যারিসের দখলে ছিল। ১৮৮৬ সালে এ কীর্তি গড়েন তিনি। ১৩০ বছর পর সেই কীর্তিকে ছাপিয়ে যান মিরাজ। গতকাল রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে
ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর মিরাজ বলেন, মুশফিক ভাই, সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই- তারা যেভাবে আমাকে সমর্থন করেছে, যেভাবে সাহায্য করেছে- তাতে আমি যে প্রথম জাতীয় দলে খেলছি সেটা আমার কাছে মনেই হয়নি। আমার মনে হয়েছে, আমি অনেক দিন থেকেই জাতীয় দলে খেলছি। এক মুহূর্তের জন্য মনে হয়নি, আমি জাতীয় দলে নতুন ঢুকেছি।
এদিন শুধু বাংলাদেশের জয়ের উল্লাসেও ভাসেননি মিরাজ, ভেঙেছেন ১৩০ বছরের পুরনো রেকর্ড। অভিষেকের পর দুই টেস্টে সর্বাধিক ১৯টি উইকেট পেয়েছেন এ অফস্পিনার। দারুণ এক জয়ের পর নিজের কীর্তিতে উচ্ছ¡সিত মিরাজ। নিজের মনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগী হয়ে তিনি বলেন, ‘বুঝতেই তো পারেন, আমরা জিতলে সবার ভালো লাগবে এবং আনন্দ করবে। এক টেস্টে সবচেয়ে কম বয়সে ১০ উইকেট নেয়ার তালিকায় মিরাজ আছেন পাঁচে। এ তালিকায় সবার ওপরে বাংলাদেশেরই এনামুল হক জুনিয়র। ২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে বাঁহাতি স্পিনার যখন ১২ উইকেট নিয়েছিলেন তার বয়স ১৮ বছর ৪০ দিন।
এ তালিকায় দুইয়ে আছেন ওয়াসিম আকরাম। ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে ডানেডিন টেস্টে দুই ইনিংসে ৫টি করে উইকেট নিয়েছিলেন এ পাকিস্তান কিংবদন্তি। ভারতের সাবেক লেগ স্পিনার লক্ষণ শিবরাম কৃষ্ণান ১৯৮৪ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টে ১২ উইকেট নিয়েছিলেন ১৮ বছর ৩৩৩ দিনে। ১৯৯০ সালের অক্টোবরে লাহোর টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়াকার ইউনিস ১০ উইকেট নিয়েছিলেন ১৮ বছর ৩৩৬ দিনে। ১৯ বছর ৫ দিন বয়সী মিরাজ আছেন এর পরই। ঢাকা টেস্টে তার স্পিন জাদুতে এসেছে বাংলাদেশের ঐতিহাসিক জয়। দেশের পক্ষে এক সিরিজে সবচেয়ে বেশি ১৯ উইকেট তুলে নেয়ার গৌরব মিরাজের। সবচেয়ে কম বয়সে টেস্টে ১০ উইকেট নেয়ার ছোট্ট তালিকাতেও নাম তুলেছেন তিনি।