অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের তৈরি মোড়ার চাহিদা রয়েছে বিদেশেও

আগৈলঝাড়ায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের তৈরি করা সুদৃশ্য মোড়ার চাহিদা ছাড়িয়েছে উপজেলা ছেড়ে বিদেশেও।

 

উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের দলিল উদ্দিন সরদারের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আ. মান্নান সরদার জানান, তিনি ১৯৯৮ সালে খাগড়াছড়িতে চাকরিরত অবস্থায় ওই এলাকার চাকমাদের কাছ থেকে এ মোড়া তৈরির কাজ শেখেন। ২০০৩ সালে চাকরি থেকে অবসর গ্রহণের পর বাড়িতে এসে সেই মোড়া তৈরির কাজ শুরু করেন।

 

তিনি আরো জানান, একটি মোড়া (বসার জন্য তৈরি বিশেষ ব্যবস্থা) তৈরি করতে প্রথমত পাকা তল্ল­া বাঁশ কেটে পানিতে কয়েক মাস ভিজিয়ে রাখতে হয়। পরে ওই বাঁশ থেকে শলা তৈরি করে আগুনে সেঁকে তেল মেখে রোদে শুকাতে হয়। শুকনো ওই শলা দিয়ে মোড়া তৈরির জন্য লোহার তিনটি রিং ও বাঁশের চারটি চাক তৈরি করতে হয়। রিং ও চাক বসিয়ে তার বাইরে বিশেষ ব্যবস্থায় বাঁশের শলা দিয়ে তার উপর লাইলন সুতা ও প্লাষ্টিক ক্যান দিয়ে মোড়া তৈরি করা হয়। বিশেষ এই মোড়া একটি তৈরিতে ১২ থেকে ১৪ দিন সময় লাগে। তার তৈরি মোড়া দেখতে সুদৃশ্য ও দীর্ঘস্থায়ী। এই মোড়ার স্থায়িত্ব প্রায় ৩০ বছর। একটি মোড়া তৈরিতে খরচ হয় প্রায় ১৪শ’ টাকা। তিনি বাড়িতে বসেই নিজের তৈরি মোড়া এক একটি ২ হাজার থেকে ২৫ টাকা পর্যন্ত বিক্রি করছেন। এই মোড়া এলাকার ক্রেতাদের চাহিদা মিটিয়ে বিদেশে থাকা আত্মীয়-স্বজনকে উপহার হিসেবে পাঠাচ্ছেন স্থানীয়রা।