এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের নেতৃত্বে বাংলাদেশ

আগামী এক বছরের জন্য এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইউএন-এসকাপ ও ইন্টারনেট সোসাইটি আয়োজিত ‘ইন্টারনেট অব অপরচুনিটি ইন দি এশিয়া প্যাসিফিক’ শীর্ষক ফোরামে বাংলাদেশকে চেয়ারম্যান পদে সমর্থন দিয়েছে ইউএন-এসকাপ সদস্যভুক্ত দেশগুলো। উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে স্বল্পমূল্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ চালু করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের। ফোরামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ জানান, এসডিজির উদ্দেশ্য পূরণে স্বাস্থ্য, শিক্ষা, উদ্ভাবনসহ স্মার্ট সিটির লক্ষ্য অর্জনে ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ। তাই ইউএন-এসকাপের সদস্যভুক্ত দেশগুলোকে এশিয়ান-প্যাাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়েতে যুক্ত করা উচিত। ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন ইউএ- এসকাপে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা।