গ্রীষ্মকালীন টমেটোর বাণিজ্যিক চাষ

গ্রীষ্মকালীন টমেটোর বাণিজ্যিক চাষগ্রীষ্মকালীন টমেটোর বাণিজ্যিক চাষসাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় গ্রীষ্মকালীন টমেটোর বাণিজ্যিক চাষ হচ্ছে। চলতি মৌসুমে সাতক্ষীরার বিভিন্ন স্থানে প্রায় ১২৫ বিঘা জমিতে টমেটো চাষ করা হয়েছে। উন্নত বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টমেটো চাষিরা বেশ লাভবান হচ্ছেন।
শুধু শীত মৌসুমে নয়, বছরের ১২ মাসই এখন টমেটো চাষ করা সম্ভব। সরকারের কৃষি সম্প্রসারণ বিভাগ ও বিভিন্ন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় সাতক্ষীরার বিভিন্ন এলাকায় সারাবছর চাষ হচ্ছে টমেটো। চলতি মৌসুমে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলায় বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলন হয়েছে। জেলার কলারোয়া উপজেলার কামারালী গ্রামের মৃত ইনতাজ আলী মোল্যার ছেলে কৃষক আবদুস সালাম মোল্যা গ্রীষ্মকালীন টমেটো চাষ করে স্বাবলম্বী হয়েছেন।
আবদুস সালাম জানান, কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি দুই বিঘা জমিতে টমেটো চাষ শুরু করেন। প্রতি মৌসুমে তার এই দুই বিঘা জমিতে খরচ হয় ২ লাখ টাকা। সেখানে তিনি টমেটো বিক্রি করেন ৮ থেকে ১০ লাখ টাকা। খরচ বাদে তার
বিঘাপ্রতি সাড়ে ৩ লাখ থেকে ৪ লাখ টাকা লাভ থাকে। তিনি জানান, তার ক্ষেতে সারাবছর চলে আধুনিক প্রযুক্তিতে এই টমেটো চাষ। সারাবছরই সেখানে ৬-৭ জন নারী ও পুরুষ শ্রমিক কাজ করেন। তিনি টমেটো চাষ করে একদিকে যেমন নিজে স্বাবলম্বী হয়েছেন, অন্যদিকে তারই ক্ষেতে কাজ করে আরও ৭টি পরিবার জীবিকা নির্বাহ করছে। তিনি আরও জানান, স্থানীয় ৫০-৬০ জন নারী ও পুরুষ কৃষককে তিনি নিজ হাতে প্রশিক্ষণ দিয়ে এই টমেটো চাষে উদ্বুদ্ধ করেছেন।
কৃষি গবেষকরা জানান, শস্য ব্যবস্থাপনা ও শস্য বিন্যাস প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার লক্ষ্যে তারা কৃষকদেরকে বছরের ১২ মাসই জমিতে ফসল ফলাতে উদ্বুদ্ধ করছেন। আর এরই অংশ হিসেবে তারা কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন টমেটো চাষ পদ্ধতি ছড়িয়ে দিয়েছেন। আধুনিক এই চাষ পদ্ধতি ব্যবহার করে কৃষকরা এখন বেশ লাভবান হচ্ছেন।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কাজী আবদুল মান্নান জানান, চলতি মৌসুমে জেলার বিভিন্ন স্থানে প্রায় ১২৫ বিঘা জমিতে টমেটো চাষ হয়েছে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় প্রান্তিক চাষিরা এখন টমেটো চাষে ঝুঁকে পড়েছেন।