সাসেক্সের ফেসবুক পেজে বাংলায় স্ট্যাটাস!

ইংলিশ কাউন্টি ক্রিকেট দল সাসেক্স তাদের ফেসবুক পেজে বাংলায় স্ট্যাটাস দিয়েছে। বাংলাদেশের ক্রিকেট সেনসেশন মুস্তাফিজুর রহমানকে তাদের দলে পেয়ে যারপরনাই খুশি তারা। মুস্তাফিজ ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্লাবটি তাদের ভেরিফায়েড ফেসবুক পাতায় বাংলায় স্ট্যাটাস দেয়। তারা লিখেছে : আজকের (শুক্রবার) ম্যাচ শুরু হবে রাত ১১.৩০টায়, আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ! ?#হ্নঝযধৎশংঞড়মবঃযবৎ? ?#হ্নঝঁংংবীঋধসরষু?

ইংল্যান্ডের ঘরোয়া আসরে মুস্তাফিজ যেন আরও ক্ষুরধার। অভিষেক ম্যাচেই নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন। গত বৃহস্পতিবার এসেক্স ঈগলসের বিপক্ষে ৪ ওভার বল করে ২৩ রান খরচায় দখলে নিয়েছেন ৪ উইকেট। নির্বাচিত হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টের খেলায় মুস্তাফিজ জাদুতে এসেক্সের বিপক্ষে ২৪ রানের জয় পেয়েছে সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব।