পূর্বাঞ্চল রেলের ঢাকা-চট্টগ্রাম রেলপথে ঈদের আগেই চালু হচ্ছে নতুন বিরতিহীন আন্তনগর ট্রেন ‘সোনার বাংলা’ এক্সপ্রেস। এই রেলপথে প্রায় দেড় যুগ পর বিরতিহীন আরেকটি ট্রেন চালু করা হচ্ছে।
রেলওয়ে কর্মকর্তারা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই ট্রেনটির নাম দিয়েছেন। আগামী ২৫ জুন ঢাকার কমলাপুর রেলস্টেশনে ট্রেনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ঢাকা ও চট্টগ্রাম থেকে ‘সোনার বাংলা’ নামের এক জোড়া ট্রেন চলবে। যাত্রীরা গন্তব্যে পৌঁছতে পারবেন পাঁচ ঘণ্টা ৪০ মিনিটে। বর্তমানে এই রেলপথে সুবর্ণ এক্সপ্রেস নামে একটিমাত্র বিরতিহীন ট্রেন চলাচল করে।
রেলওয়ে কর্মকর্তা জানান, ‘সোনার বাংলা’ ট্রেনে সংযোজন করা হবে ইন্দোনেশিয়া থেকে আনা লাল-সবুজ রঙের নতুন ১৬টি কোচ।
এ ব্যাপারে রেলমন্ত্রী মুজিবুল হক কালের কণ্ঠকে বলেন, ‘সোনার বাংলা এক্সপ্রেস নামের বিরতিহীন ট্রেনটি আগামী ২৫ জুন উদ্বোধন করা হবে। ওই দিন সকাল সাড়ে ১১টায় কমলাপুর রেলস্টেশনে মাননীয় প্রধানমন্ত্রী আন্তনগর এই ট্রেনের উদ্বোধন করবেন। এরপর যাত্রীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।’
জানা গেছে, গত ১১ জুন ঢাকায় রেল ভবনে অনুষ্ঠিত সভায় বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলরত বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেসের এক জোড়া ট্রেনের মতো নতুন আরেক জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত হয়। ওই দিনের সভায় নতুন ট্রেনের সম্ভাব্য সাতটি নাম প্রস্তাব করা হয়। তবে প্রধানমন্ত্রীর দেওয়া যেকোনো নাম গ্রহণের সিদ্ধান্ত হয়।
সে অনুযায়ী, দ্বিতীয় সুবর্ণ এক্সপ্রেস অথবা স্বাধীনতা এক্সপ্রেস, বঙ্গবন্ধু এক্সপ্রেস, সাগর এক্সপ্রেস, বে এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, ক্যাপিটাল এক্সপ্রেস নামগুলো প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রী নতুন ট্রেনের নাম রেখেছেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’।
গতকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রেলপথ মন্ত্রণালয়ের নতুন ট্রেনের নাম ও উদ্বোধনের বিষয়টি জানানো হয়।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর দুই-তিন দিনের মধ্যে নতুন এই ট্রেনে যাত্রী পরিবহন শুরু হবে। কোন দিন থেকে শুরু হবে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে ঈদের আগেই ট্রেনটি চালু হবে এটা নিশ্চিত। এখন টিকিট ছাপানোর কাজ চলছে।
পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মো. আবদুল হাই কালের কণ্ঠকে বলেন, বিরতিহীন নতুন ট্রেনের ভাড়া নির্ধারণ হবে সুবর্ণ এক্সপ্রেসের ভাড়ার হারে।
গতকাল বিকেলে পূর্বাঞ্চল রেলওয়ে থেকে নতুন ট্রেন ‘সোনার বাংলা’ এক্সপ্রেসের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। প্রতিদিন সকাল ৭টায় ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছবে দুপুর ১২টা ৪০ মিনিটে। একইভাবে চট্টগ্রাম থেকে বিকেল ৫টায় ছেড়ে পাঁচ ঘণ্টা ৪০ মিনিটে রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছবে। ট্রেনের সাপ্তাহিক বিরতি শনিবার। ঢাকার বিমানবন্দর স্টেশন ছাড়া অন্য কোনো স্টেশনে সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রাবিরতি নেই। আজ বুধবার কোচগুলো চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হচ্ছে। সেগুলো পৌঁছবে বৃহস্পতিবার সকালে। ১৬টি কোচের মধ্যে দুটি এসি বার্থ, চারটি এসি চেয়ার, সাতটি শোভন চেয়ার, দুটি শোভন চেয়ার (খাবার গাড়ি) এবং একটি পাওয়ার কার। প্রতিটি এসি চেয়ারে ৫৫টি, এসি বাথে ৩৩টি, শোভন চেয়ার ৬০টিসহ মোট ৭৪৬টি আসন রয়েছে। আসনের বাইরে দাঁড়িয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই।
বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলরত একমাত্র বিরতিহীন আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস চালু হয়েছিল ১৯৯৮ সালের ১৪ এপ্রিল। ৩২০ কিলোমিটারের এই রেলপথে সুবর্ণ এক্সপ্রেসের ৭০১ নম্বর ট্রেনটি প্রতিদিন সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছে। আর ৭০২ নম্বর ট্রেনটি ঢাকা থেকে বিকেল ৩টায় ছেড়ে চট্টগ্রাম আসে রাত সাড়ে ৮টায়। সুবর্ণ ট্রেনটি ১৮টি কোচ নিয়ে চললেও গত চার মাস ধরে একটি কম নিয়ে চলছে। ১৭টি কোচে আসন রয়েছে ৮৩৯টি।
উল্লেখ্য, পূর্বাঞ্চল রেলের বর্তমানে ২২ জোড়া আন্তনগর ট্রেন আছে।
এদিকে ‘সোনার বাংলা’ এক্সপ্রেস যেদিন থেকে চলবে সেদিন থেকে ঢাকা ও চট্টগ্রাম রেলপথে বর্তমানে চলাচল করা সাতটি আন্তনগর ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হবে।