কর্মসংস্থান ব্যাংকের ঋণে ১৩ লাখ বেকারের সংস্থান

প্রতিষ্ঠা থেকে এ যাবৎ দুই হাজার ৪৭৭ কোটি টাকার ঋণ বিতরণ করেছে কর্মসংস্থান ব্যাংক। ৩ লাখ ৫২ হাজার ৫১৬ জন শিক্ষিত-অর্ধশিক্ষিত বেকারকে দেয়া হয়েছে এ টাকা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিতরণ করা ঋণের মাধ্যমে ১২ লাখ ৭২ হাজার ৫৮২ বেকারের কর্মসংস্থান হয়েছে। এসব ঋণ আদায়ের হার ৯২ শতাংশ। বিতরণকৃত এসব ঋণের মধ্যে বিভাগভিত্তিতে সবচেয়ে কম ঋণ বিতরণ করা হয়েছে বরিশাল বিভাগে। আর বেশি ঋণ দেয়া হয়েছে ঢাকা বিভাগে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, কর্মসংস্থান ব্যাংক কাজের পরিধি বাড়াতে চলতি বছর বেশ কিছু শাখা খুলেছে। এতে করে নতুন শাখায় চাকরি ও নতুন নতুন এলাকায় ঋণ পাওয়ার মাধ্যমে দু’ভাবে মানুষের কর্মসংস্থান হচ্ছে। ব্যাংকটিতে বর্তমানে ১০ শতাংশের কম পরিমাণ খেলাপি ঋণ রয়েছে। নতুনভাবে খেলাপি হওয়ার হার অনেক কম।
ব্যাংকের তথ্য মতে, ১৯৯৮ সালে ব্যাংকটি প্রতিষ্ঠা হলেও ঋণ কার্যক্রম শুরু হয় ১৯৯৯ সালের শেষের দিকে। ১৪৫টি উপজেলায় ব্যাংকটির বর্তমানে ২১২টি শাখা রয়েছে। প্রতিটি শাখায় গড়ে ৫০০ জন ঋণ গ্রহীতা আছেন। সবসময়ই অপেক্ষমাণ তালিকায় রাখা হয় আরো ১০০ জনকে। বিতরণকৃত ঋণ আদায় করে ওই অপেক্ষমাণদের মাঝে তা আবার বিতরণ করা হয়। এছাড়া শাখা নেই এমন ১৭৪টি এলাকায় এসএমই বুথের মাধ্যমে অনেক বেকার যুবককে ঋণ দেয়া হচ্ছে। ব্যাংকটির মাধ্যমে মূলত কৃষিভিত্তিক শিল্প, কম্পিউটার, নার্সারি, ফার্মেসি, হাঁস-মুরগি পালন, দুগ্ধ ও মৎস্য খামার, গরু-ছাগল পালন, হস্ত ও কুটির শিল্পসহ সরকার অনুমোদিত যে কোনো খাতের জন্য গ্রাহকরা ঋণ নিতে পারেন। এক লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো ধরনের জামানতের প্রয়োজন হয় না। জামানত দিয়ে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ এবং গ্রুপ ভিত্তিতে ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেয়া যায়। ঋণ পরিশোধের সময়সীমা ২ বছর নির্ধারণ করা থাকলেও প্রকল্পের প্রকৃতি, আকার, সম্ভাব্য মুনাফা ও ঋণ পরিশোধের ক্ষমতা বিবেচনা করে ঋণের মেয়াদ ৫ বছর পর্যন্ত হতে পারে।
এদিকে কর্মসংস্থান ব্যাংক মোবাইল ব্যাংকিং এবং পেমেন্ট সেবা ব্যবহারের লক্ষ্যে সম্প্রতি শিওরক্যাশের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ সমঝোতা স্মারকের আওতায় কর্মসংস্থান ব্যাংক শিওরক্যাশের মোবাইল ফোন ভিত্তিক অটোমেটেড পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের দেশজুড়ে ছড়িয়ে থাকা গ্রাহকের জন্য ঋণ বিতরণ ও আদায় কর্মসূচি ও অন্যান্য সেবা কার্যক্রম পরিচালনা করবে।