চট্টগ্রাম: আউটসোর্সিং ও ই-কমার্স তৃণমূল পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় মধ্য দিয়ে গ্রামে শিক্ষিত তরুণদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার।
তিনি বলেন, বিশ্বে আত্মনির্ভরশীল হওয়ার গতি অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কার্যক্রম এই আত্মনির্ভরশীল মানুষ তৈরির বিরাট সম্ভাবনা তৈরি করেছে। সরকার আউটসোর্সিং ও ই-কমার্স গ্রামে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে।
শনিবার চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজে চট্টগ্রাম ও সিলেট বিভাগের তিন দিনব্যাপী প্রশিক্ষক-প্রশিক্ষণ (মাস্টার ট্রেইনার) কর্মশালায় এসব কথা বলেন তিনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৃণমূলের তথ্যজানালা কর্মসূচি ও তথ্যসেবা বার্তা সংস্থার (টিএসবি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১০ হাজার উদ্যোক্তাকে তথ্য, সংবাদ, ফিচার ও প্রতিবেদন লেখার প্রশিক্ষণ দিয়ে ইনফোলিডার হিসেবে গড়ে তোলা হচ্ছে। এর পাশাপাশি গ্রামে আত্মনির্ভরশীল মানুষ তৈরির জন্য আউটসোর্সিং এবং স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের বাজার নিশ্চিত করায় তাদের ই-কমার্সের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যাতে তারা ইউডিসিতে বসে একাধিক তরুণ-তরুণীকে সঙ্গে নিয়ে আউটসোর্সিং থেকে আয় করতে পারে এবং ই-কমার্সের মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারে।
লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্পের কমিউনিকেশন স্পেশালিস্ট অজিত কুমার সরকার বলেন, বাংলাদেশে ডিজিটালাইজেশনের শুরু তৃণমূল থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামে বসবাসকারী ৭০ ভাগ মানুষের কাছে তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দিতে সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করেন। এসব ইউডিসির প্রায় ১০ হাজার উদ্যোক্তা গ্রামের ৪৫ লাখ মানুষকে প্রতিমাসে নিয়মিত তথ্য ও সেবা দিয়ে যাচ্ছে। ইউডিসি উদ্যোক্তাদের প্রতিবেদন ও ফিচার লেখায় দক্ষ করে তোলা হলে তারা গ্রামে শিক্ষিত মানুষ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) এর প্রধান বার্তা সম্পাদক মাহফুজুর রহমান বলেন, কোন সংবাদ লেখার আগে জানা প্রয়োজন কোন সংবাদটি মানুষের প্রয়োজনের এবং কোনটি নয়। এজন্য ইউডিসি উদ্যোক্তাদের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।
অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সমন্বয়কারী মাজেদুল ইসলাম বলেন, আউটসোর্সিং ও ই-কমার্স পরিচালনার মাধ্যমে প্রতিটি ইউডিসি হয়ে উঠতে পারে মিনি বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সেন্টার।
চট্টগ্রাম টিটিসির অধ্যক্ষ রূপেশ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় তৃণমূলের তথ্যজানালা কর্মসূচির সামগ্রিক কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন টিএসবির নির্বাহী সম্পাদক ড. অলিউর রহমান।
কর্মশালায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৩২ জন প্রশিক্ষক-প্রশিক্ষণে (মাস্টার ট্রেইনার) অংশ নেন। তথ্য ও যোগযাযোগ প্রযুক্তি বিভাগের ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলা ১২৮ জনকে প্রশিক্ষক-প্রশিক্ষণের মাধ্যমে মাস্টার ট্রেইনার হিসেবে গড়ে তোলা হচ্ছে। এসব মাস্টার ট্রেইনার ও রিসোর্স পারসনরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১০ হাজার উদ্যোক্তাকে প্রতিবেদন ও ফিচার লিখন এবং আউটসোর্সিং ও ই-কমার্স বিষয়ের ওপর প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণ পরবর্তীতে নিয়মিত ফিচার ও প্রতিবেদন এবং আউটসোর্সিং ও ই-কমার্স পরিচালনার মাধ্যমে ইউডিসি উদ্যোক্তারা ইনফোলিডার হিসেবে গড়ে উঠবে। এর পাশাপাশি এ প্রশিক্ষণ তাদের ইউডিসিতে মিনি বিজনেস প্রসেস আউটসোর্সিং সেন্টার (বিপিও) পরিচালনায় দক্ষ করে তুলবে।
তিন বছর মেয়াদী ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম। আর এ কর্মসূচির বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে টিএসবি।