মাতৃত্বকালীন ভাতাভোগী ৯০ শতাংশ বাড়ছে

সরকারের সামাজিক নিরাপত্তা খাতে মাতৃত্বকালীন ভাতাভোগী ৯০ শতাংশ বাড়িয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে দুই লাখ ৬৪ হাজার মা এই ভাতা পাচ্ছেন। আগামী অর্থবছরে তা পাঁচ লাখে উন্নীত হতে যাচ্ছে। এ ছাড়া এই ভাতাপ্রাপ্ত মায়েদের মধ্যে শুরু হওয়া স্বপ্ন প্যাকেজও সম্প্রসারণ করা হবে। অর্থ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দারিদ্র্য বিমোচন, আর্থসামাজিক উন্নয়ন, মর্যাদা বাড়ানো, সুস্বাস্থ্য শিক্ষা ও বাসস্থান নিশ্চিত করা, নারীর ক্ষমতায়ন, মা ও শিশু মৃত্যুহার কমানোর লক্ষ্যে স্বপ্ন প্যাকেজ কর্মসূচি চালু করা হয়েছিল ২০১৪-১৫ অর্থবছরে। পাঁচটি ভিত্তিসংবলিত সোশ্যাল এসিস্ট্যান্স প্রোগ্রাম ফর নন-অ্যাসেটার্স (স্বপ্ন) প্যাকেজ কর্মসূচি। দারিদ্র্য বিমোচনে মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত মায়েদের মধ্য থেকে একটি অংশকে নির্বাচন করে এ কর্মসূচি চালু করা হয়েছিল। বেসরকারি উন্নয়ন সংস্থা ডর্প উদ্ভাবিত এ উন্নয়ন মডেলটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় মহিলাবিষয়ক অধিদপ্তর ২০১৪-১৫ অর্থবছর থেকে দেশের সাতটি বিভাগের ১০টি উপজেলায় বাস্তবায়ন করছে। ডর্প এ কর্মসূচির সমন্বয়ক। এ কর্মসূচির আওতায় চিহ্নিত উপজেলাগুলো থেকে প্রথম সন্তান অথবা দ্বিতীয় সন্তানের মা, এমন ৭০০ দরিদ্র মাতৃত্বকালীন ভাতাভোগী মা এই স্বপ্ন প্যাকেজ সুবিধা পাচ্ছেন।