ফিনল্যান্ড আওয়ামী লীগ এর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব এম এ গনি বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরাই জননেত্রী শেখ হাসিনার সাহসী ঠিকানা। কারণ, দলের বিভিন্ন দুঃসময়ে কর্মীদের আত্মত্যাগের মাধ্যমে আওয়ামী লীগ আজ সুসংহত।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে গনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগ বিলীন করে দিতে অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু আওয়ামী লীগের শত শত কর্মীদের পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ তিন তিনবার ক্ষমতায় আসীন।’
‘বঙ্গবন্ধু কন্যা নিজ যোগ্যতায় দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে এক অনন্য অবস্থান করে নিয়েছেন।’ উল্লেখ করে গনি বলেন, ‘সম্প্রতি জি ৭ সম্মেলনে বিশ্বের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ একবাক্যে স্বীকার করে নিয়েছেন শেখ হাসিনা এক অসাধারণ দৃঢ় চিত্তের রোল মডেল।’
‘আগামীদিনে বাংলাদেশের উন্নয়নের আলোকবর্তিকা জননেত্রী শেখ হাসিনা।’ উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাধীনতা বিরোধী জামাত জোটের অব্যাহত ষড়যন্ত্রকে প্রতিনিয়ত প্রতিহত করে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের চিত্র এক নজীরবিহীন। এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের সামিল হতে হবে। বঙ্গবন্ধুকে হত্যার পর অন্ধকারময় বাংলাদেশকে আলোকিত করেছেন বঙ্গবন্ধুর যোগ্যকন্যা শেখ হাসিনা।’
গত জুনে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশের বিশেষ অতিথি ডেনমার্ক আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘শেখ হাসিনা ব্যতীত আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশের চিন্তা অকল্পনীয়। তার সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য তিনি এখন বিশ্ব নেত্রী এর দিকে ধাবিত হচ্ছেন।’
সমাবেশে ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি আলী মো. রমজান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি ডেনমার্ক আওয়ামী লীগের সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, আতাউর রহমান রুহেল, আতাউর রহমান, সাখাওয়াত হোসেন এবং মাইনুল ইসলাম সহ আরো অনেকে।