বাংলাদেশ আমার দ্বিতীয় জন্মভুমি : জাইকা মহাপরিচালক

বাংলাদেশ আমার দ্বিতীয় জন্মভুমি : জাইকা মহাপরিচালক
জাইকা মহাপরিচালক তাকাও তওদা বলেন, জাপানের পরেই যে দেশকে আমি সবচেয়ে বেশি ভালবাসি তা হলো বাংলাদেশ। জাপান আমার জন্মভুমি। জাপানের পরে কোন দেশ আমার সবচেয়ে প্রিয় এমন প্রশ্ন যদি কেউ করে তবে তার উত্তর হবে বাংলাদেশ।

রবিবার জাপান বাংলাদেশ বন্ধুত্বের ৪৫ বছর পূর্তি উপলক্ষে জাপানের টোকিয়স্থ কিতারকু’র হক্তপিয়া হলে নন রেসিডেন্স বাংলাদেশি ইন জাপান (এনআরবি) আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ-জাপানের বন্ধন অত্যন্ত দৃঢ়। যা একটি উদাহরণও বটে। বাংলাদেশের উন্নয়নে জাইকার ভুমিকার কথা উল্লেখ করে তাকাও তওদা বলেন, এ পর্যন্ত জাইকা বাংলাদেশের প্রায় ৩০০ টিরও বেশি সেতু নির্মান করতে সহায়তা করেছে। এ ধারাবহিকতা সামনের দিনগুলিতেও অব্যাহত থাকবে।

এ সময় তিনি বাংলাদেশে তার সফরের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে জাপান ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত মাশুশির হরিগুছি।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা মৌসুমি আক্তার ও জাপানিজ শিল্পি তাসইয়া কৌউডা বাংলা গান পরিবেশন করেন।