পঙ্গু হাসপাতালে ৬০০ ব্যক্তিকে কৃত্রিম অঙ্গ সরবরাহ করলো ‘জয়পুর ফুট’

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) একটি বিশেষ ক্যাম্পে ৬০০ ব্যক্তিকে কৃত্রিম অঙ্গ সরবরাহ করেছে ভারতের ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি। মাসব্যাপী এই বিশেষ ক্যাম্পে জয়পুর ফুট নামে পরিচিত এই সংগঠনকে সহায়তা করেছে বাংলাদেশের মঈন ফাউন্ডেশন।

বুধবার এই ক্যাম্প সফর করেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। সেখানে বাংলাদেশসহ বিশ্বজুড়ে ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি পঙ্গুদের কৃত্রিম অঙ্গ সরবরাহের মাধ্যমে কিভাবে নতুন জীবন উপহার দিচ্ছে সেটি উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ভারতের জয়পুর ভিত্তিক ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি একটি বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্বজুড়ে দুস্থ ও সুযোগ সুবিধা বঞ্চিত পঙ্গুদের কৃত্রিম অঙ্গ ও পুনর্বাসন সেবা বিনামূল্যে দিয়ে থাকে।

১৯৭৫ সালে ড. মেহতা কর্তৃক প্রতিষ্ঠিত এবং পঙ্গুদের সহায়তার বিশ্বের সবচেয়ে বড় এনজিও। বিশ্বজুড়ে প্রায় ১৪ লক্ষ ৫০ হাজার মানুষ এই সংস্থার দ্বারা উপকৃত হয়েছে। বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ২৬ টি দেশে এটি বিশেষ ক্যাম্প পরিচালনা করেছে।

এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আয়োজিত ক্যাম্পে ৬২৫ ব্যক্তিকে কৃত্রিম অঙ্গ সরবরাহ করা হয়েছিল।