মাধ্যমিক শিক্ষার উন্নয়নে আরও ৩,৪০০ কোটি টাকা বরাদ্দ

জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) কার্যনির্বাহী কমিটির বৈঠকে ৭ প্রকল্পে ৫ হাজার ৭২৭ কোটি ৪০ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটিতে এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদন পাওয়া ৭টি প্রকল্পের ৬টিই নতুন; বাদবাকি একটি সংশোধিত। তবে সংশোধিত প্রকল্পেই অর্ধেকেরও বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ের (মূল) ১ হাজার ১৮১ কোটি ৭৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের তৃতীয় সংশোধিত ওই প্রকল্পে (সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস অ্যানহেন্সমেন্ট প্রজেক্ট) আরও ৩ হাজার ৪শ কোটি ৮০ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া পাস হওয়া উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে- ১ হাজার ৪১৭ কোটি ১০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে সিলেট বিভাগ পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণ এবং বিআরইবির (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড) সদর দফতরের ভৌত সুবিধাদি উন্নয়ন, ৩০৪ কোটি ২৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রো-পুওর স্লাম ইন্টিগ্রেশন প্রজেক্ট (পিপিএসআইপি) এবং ২০৯ কোটি ৪ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে মেঘনা নদীর ভাঙ্গন থেকে ভোলা চরফ্যাশন পৌর শহর সংরক্ষণ। বৈঠক শেষে বেলা ১টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

উল্লেখ করা যেতে পারে, গত চার বৈঠকে নদী ভাঙ্গন রোধে চারটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেকের বৈঠকে।

গতকাল পাস হওয়া প্রকল্পগুলোর মধ্যে সিলেট বিভাগ পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণ এবং বিআরইবির সদর দফতরের ভৌত সুবিধাদির উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ লাখ ২০ হাজার নতুন গ্রাহককে সংযোগ প্রদান করা হবে। প্রকল্পের আওতায় রয়েছে ৭ হাজার ৩শ কিলোমিটারের ৩৩ কেভি (কিলোভোল্ট) অথবা নি¤œতর ভোল্টেজ লাইন নির্মাণ, ১২টি নতুন উপকেন্দ্র নির্মাণ, ১৯টি উপকেন্দ্র অগমেন্টেশন, ৩টি সুইচিং স্টেশন নির্মাণ, ৭ দশমিক ৬৫ একর ভূমি অধিগ্রহণ এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সদর দফতরে ১০ তলা ভিত্তিসহ ৬ তলা একটি অফিস ও আবাসিক ভবন নির্মাণ। অপর প্রকল্প- প্রো-পুওর স্লাম ইন্টিগ্রেশন প্রজেক্টের আওতায় কুমিল্লা সিটি করপোরেশন, সিরাজগঞ্জ পৌরসভা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরশেনের ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে আনতে কাজ করা হবে।

এছাড়া অন্য প্রকল্পগুলোর মধ্যে- ১৬৬ কোটি ৫০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে মংলা বন্দর থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত পশুর চ্যানেলে ক্যাপিটাল ড্রেজিং, ১০৭ কোটি ৬১লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ এবং ১২২ কোটি ১০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে স্কাউটিং সম্প্রসারণ ও স্কাউট শতাব্দি ভবন নির্মাণ করা হবে।

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, পৃথিবীর সব দেশেই ধনী-দরিদ্রের বৈষম্য রয়েছে। কিন্তু আমরা এ বৈষম্য কমিয়ে আনতে চাই। এমনকি উন্নত দেশ হলেও যাতে এ বৈষম্য অনেক কম থাকে, সে চেষ্টাই করা হচ্ছে। পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে ধনী-দরিদ্রের বৈষম্য কমানো অনেক সহজ। এক্ষেত্রে অর্থনীতির পরিসংখ্যানের ভাষায় সিম্পল (সাধারণ) এভারেজ কাজ করে। কিন্তু মধ্যম আয় বা উন্নত রাষ্ট্রে বৈষম্য কমে অনেক ধীরে। কারণ সেখানে কাজ করে কম্পাউন্ড (যৌগিক) এভারেজ।