রংপুরে আউশ আবাদে ৬০ লাখ টাকার প্রণোদনা

রংপুর অঞ্চলে ২০১৬-১৭ মৌসুমে আউশ ধানের আবাদ বৃদ্ধির জন্য প্রণোদনা হিসেবে ৬০ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। চলতি মৌসুমে এ অঞ্চলে পাঁচটির মধ্যে তিন জেলার ৪ হাজার ৪০০ কৃষক এ সুবিধা পাচ্ছেন। তবে আউশ আবাদ বৃদ্ধির জন্য প্রণোদনা দেয়া হলেও ২০১৩-১৪ থেকে ২০১৬-১৭ পর্যন্ত চার মৌসুমে আউশ ধানের জমি বেড়েছে মাত্র ৯৬৩ হেক্টর।

রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার মোট ২১ উপজেলার নির্ধারিত কৃষকরা প্রণোদনার আওতায় থাকবেন। ৫৬ লাখ ৫৯ হাজার টাকা উফশী জাতের ধান আবাদকারী ৪ হাজার ২০০ কৃষকের মধ্যে বিতরণ করা হবে। ৩ লাখ ৮৬ হাজার টাকা বিতরণ করা হবে নেরিকা আবাদকারী ২০০ কৃষকের মাঝে।

আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যান বিশেষজ্ঞ খোন্দকার মেসবাউল ইসলাম বলেন, ‘প্রণোদনার জন্য বরাদ্দ অর্থ ও উপকরণ যথাসময়ে কৃষকের হাতে পৌঁছে দেয়ার জন্য কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে চলেছে।

তিনি আরো বলেন, ভূগর্ভস্থ পানিনির্ভর বোরোর আবাদ হ্রাস করার জন্য আউশ আবাদ বাড়ানোর চেষ্টা অব্যাহত আছে।