ভারতকে হারিয়ে আবারো চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

তাজিকিস্তানের রাজধানী দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে রোববার বাংলাদেশকে জেতাতে হ্যাটট্রিক করেছে তহুরা খাতুন। দলের বাকি গোলটি করেন অনুচিং মোগিনি।

দ্বিতীয় মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন তহুরা। ৩২তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন অনুচিং।

৫২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করার ১২ মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা।

শিরোপা জয়ের পথে চার ম্যাচে প্রতিপক্ষের জালে ২৫ গোল করে বাংলাদেশের মেয়েরা, যার ১০টিই করেন তহুরা।

গ্রুপ পর্বে এই ভারতকেই ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এর পর নেপালকে ৯-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠেছিল তারা। সেমি-ফাইনালে স্বাগতিক তাজিকিস্তানের জালে ৯ গোল দেওয়ার বিপরীতে একটি গোল খায় মার্জিয়ার দল।

গত বছর নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা।