স্বাস্থ্য ও সেবা খাতের বৃহৎ পণ্য প্রদর্শনী ৫-৭ মে

স্বাস্থ্য ও সেবা খাতে সর্ববৃহৎ আন্তর্জাতিক পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ৫ থেকে ৭ মে। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক আয়োজক সংস্থা, কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড সেমস গ্গ্নোবাল আয়োজন করতে যাচ্ছে নবম মেডিটেক্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, দ্বিতীয় বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো, ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিস এক্সপো এবং পঞ্চম ফার্মা বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬।
গতকাল মঙ্গলবার এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সেমসের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, জিএম (প্রশাসন) লুৎফুর রহমান, হেড অব মার্কেটিং আবু নঈম মো. শরিফ, ম্যানেজার (মার্কেটিং) মাজাহারুল ইসলাম প্রমুখ।
স্বাস্থ্য খাতের সর্ববৃহৎ এ প্রদর্শনীতে থাকছে মেডিকেল, সার্জিক্যাল, হেলথ কেয়ার, ক্লিনিক্যাল ল্যাব ইকুইপমেন্ট এবং ফার্মাসিউটিক্যাল ইকুইপমেন্টের বিশাল সমাহার। এ ছাড়াও হেলথ ট্যুরিজম ও সার্ভিস উপকরণের জন্য থাকছে বিশেষ আয়োজন। প্রায় ২০০টি স্টলে এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের ১৯টি দেশ অংশ নিচ্ছে। প্রদর্শনীতে ভোক্তা এবং উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, উদ্যোক্তা, প্রদর্শক ও দর্শনার্থীদের সরাসরি যোগাযোগের ফলে আমদানিকারক, সরবরাহকারীসহ সবার মধ্যে সম্পর্কের সেতুবন্ধন গড়ে উঠবে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। বিশেষ করে এ প্রদর্শনী বিদেশি উদ্যোক্তাদের উৎসাহিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। অ্যাসোসিয়েশন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া এ প্রদর্শনীতে অংশ নেবে। প্রদর্শনীর মিডিয়া পার্টনার দৈনিক সমকাল। এটি প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।