বাংলাদেশ তিনগুণ বেশি তেল পরিশোধন ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করছে বলে প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স। এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-ইআরএল বাংলাদেশের ৪০ ভাগ জ্বালানি চাহিদা পূরণ করে। এই বছর তাদের লক্ষ্য হবে আরো তিনগুণ তেল পরিশোধন ক্ষমতা বৃদ্ধি (বছরে ৩.৫ মিলিয়ন টন) করা যা অভ্যন্তরীণভাবে ক্রমাগত বৃদ্ধি পাওয়া বিপুল চাহিদা পূরণে সক্ষম হবে।
মঙ্গলবার বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নাসরুল হামিদ খান বলেন, তেল পরিশোধন সম্প্রসারণের জন্য নতুন ইউনিট চট্টগ্রামের পতেঙ্গা রিফাইনারিতে স্থাপন করা হবে। এর ব্যয় ধরা হয়েছে ১.৭ বিলিয়ন মার্কিন ডলার । মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তার মতে, ইআরএল এর অর্থায়নে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে।
ইআরএল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসি এর একটি সহযোগী সংস্থা। মঙ্গলবার এটি ইঞ্জিনিয়ার ইন্ডিয়া লিমিটেডের-ইআইএল সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। ইআইএল সম্প্রসারণ প্রকল্পের ব্যবস্থাপক পরামর্শক হিসেবে কাজ করবে। সরকার এই প্রকল্প বাস্তবায়নের জন্য দরপত্র আহবান করবে।
ইআরএল বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার, সম্প্রতি বাৎসরিক এটি ১.৩ মিলিয়ন টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণ করে।