রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঢাকা যেহেতু রাজধানী শহর তাই এখানে মানুষের আগমনও বাড়ছে। বাড়ছে যানজটও।’ প্রধানমন্ত্রী তেজগাঁও অংশে উদ্বোধনের ফলক উন্মোচন করে ফ্লাইওভারের উপর দিয়ে হলি ফ্যামিলি হাসপাতাল প্রান্তে পৌঁছান। এরপর অফিসার্স ক্লাবে অনুষ্ঠানে বক্তব্য এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘ঢাকা শহরের সৌন্দর্য্য বর্ধন ও নগরবাসীর যাতায়াত সহজ করতে কাজ করছে তার সরকার। বুধবার সকালে দেশের দীর্ঘতম এই ফ্লাইওভারের রমনা থেকে তেজগাঁও সাতরাস্তা পর্যন্ত দুই কিলোমিটার অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।’
তিনি বলেন, ‘মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, জীবনমান উন্নত হচ্ছে, আর্থিক স্বচ্ছলতা বাড়ছে, গাড়ি কেনাটাও বেশি বেড়ে যাচ্ছে।’
এ পরিস্থিতিতে যানজট নিরসনে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত করব। সে লক্ষ্য নিয়েই আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। ঢাকা শহর; এই রাজধানীর একদিকে সৌন্দর্য্য বর্ধন করা, অপরদিকে মানুষের জীবনযাত্রা আরও সহজ করা এবং যোগাযোগটা আরও উন্নত করা, এ বিষয়ে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং যা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি।’
শেখ হাসিনা এ সময় তার সরকারের মেয়াদে নির্মিত হাতিরঝিল প্রকল্প, কুড়িল-বিশ্বরোড বহুমূখী ফ্লাইওভার, মিরপুর-বিমানবন্দর জিল্লুর রহমান ফ্লাইওভার, বনানী ওভারপাস ফ্লাইওভার, মেয়র হানিফ ফ্লাইওভারের কথা উল্লেখ করেন। এ ছাড়া মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু করার কথাও উল্লেখ করেন তিনি।