অ্যাওয়ার্ড পাচ্ছেন ৩৩ নারী পুলিশ

বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য চলতি বছর প্রথমবারের মতো ৩৩ নারী পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড’ দেয়া হবে।

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এই পুরস্কার দেয়া হবে। গতকাল বুধবার পুলিশ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিলি বিশ্বাস। তিনি জানান, ছয়টি ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড দেয়া হবে। আগামী ৩১ মার্চ সন্ধ্যায় বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি,বি) তাদের এ পুরস্কার দেয়া হবে। পুরস্কার হিসেবে থাকছে একটি ক্রেস্ট, একটি সনদপত্র ও নগদ ১০ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে মিলি বিশ্বাস বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃংখলা বাহিনীর অন্যান্য সদস্যের পাশাপাশি নারী পুলিশও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারী পুলিশের এই সেবা শুধু দেশের মাটিতে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিস্তৃত। তাই বাংলাদেশের নারী পুলিশ সদস্যরা আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার পথিকৃত্ এবং রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া) নজরুল ইসলাম, এআইজি (অপরাধ) রেবেকা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিসিপ্লিন) সাদিরা খাতুন, ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সালমা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহমুদা আফরোজ লাকী প্রমুখ। প্রসঙ্গত বাংলাদেশ পুলিশে বর্তমানে ৮ হাজার ৮২৪ জন নারী সদস্য কর্মরত রয়েছেন।