ডিজিটাল হচ্ছে মহেশখালী দ্বীপ

কক্সবাজারের মহেশখালী দ্বীপ ডিজিটাইজ করার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এ উদ্যোগের আওতায় দ্বীপটির সব শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। স্থানীয়রাও সরকারের বিভিন্ন ই- সেবা কার্যক্রমের সুফল পাবে। বাংলাদেশ সরকার, কোরিয়া টেলিকম ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) যৌথভাবে ‘ডিজিটাল মহেশখালী’ প্রকল্প বাস্তবায়ন করবে। মঙ্গলবার স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ বিষয়ে কোরিয়া টেলিকম ও আইওএমের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।