বাংলাদেশের পরিবেশ উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত থাকবে। বিশ্বব্যাংকের সিনিয়র ডাইরেক্টর এম. এস. পাউলা ক্যাবেলেরো পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাথে গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাক্ষাত্কালে এ কথা জানান। এ সময় পরিবেশ উন্নয়নে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তার প্রতি বাংলাদেশের আগ্রহের কথা ব্যক্ত করে মন্ত্রী বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের চার কোটি জনগণ জলবায়ু ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি রয়েছে। তিনি জানান, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনের ঝুঁকি কমানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশ ও বন মন্ত্রী ঢাকা মহানগরীর চার পাশের চারটি নদী বালু, তুরাগ, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা এবং কর্ণফুলী ও হালদাসহ ৬টি নদীর প্রতিবেশ ব্যবস্থা পুনরুদ্ধার ও সংরক্ষণে বিশ্বব্যাংকের সহায়তা চান।
একটি উন্নয়নশীল দেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যাম্পিয়নস অব আর্থ পুরস্কার প্রাপ্তির প্রশংসা করে পাউলা ক্যাবেলেরো বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণে প্রচুর কাজ করছে এবং বিশ্বব্যাংক বাংলাদেশের সাথে রয়েছে। পরিবেশ উন্নয়নে বাংলাদেশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তিনি।
বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মার্টিন রমা ও অপরেশনস্ ম্যানেজার রাজশ্রী পার্লকার এ সময় উপস্থিত ছিলেন।