লন্ডনে গণজাগরণরে তৃতীয় বর্ষ পূর্তি উদযাপন

ঢাকা, ০৯ ফেব্রুয়ারি,  : লন্ডনে গণজাগরনের ৩য় বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষ্যে ‘নির্ভয় চিত্তে মুক্তির সংগ্রামে অবিরাম…’ এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে গতকাল সোমবার সন্ধ্যা ৬ টায় গনজাগরণ মঞ্চ যুক্তরাজ্যের উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারের পাদদেশে গণজাগরনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জলন করা হয়।
এছাড়াও উপস্থিত সকলে জাগরনের গান গেয়ে দিবসটি উদযাপন করেন। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের ও গনজাগরণের আন্দোলনে নিহত সকল সহযোদ্ধাদের স্বরনে তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। উপস্থিত সকলের হাতে ছিলো গনজাগরণের আন্দোলনে শহীদদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড। এই কর্মসূচি পরিচালনা করেন গনজাগরণ মঞ্চ যুক্তরাজ্যের মুখপাত্র অজন্তা দেব রায়। এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ মানবাধিকার কর্মী এরন নায়ার, মঞ্চের কর্মী কামরুল হাসান তুষার, সাইফুল ইসলাম মিঠু, নাহিদ জায়গিদার, সিনথিয়া আরেফিন , গোলাম কবির, মেহের নিগার চৌধুরী, রাজন সরকার, শাকুর হক, মঈণ আরেফিন, তানভীর ইলিয়াস, রাশেদ বেলাল, তাজুল ইসলাম, সেলিম মাহমুদ সহ আরো অনেকে । শেষে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, জয় বাংলা ধ্বনি ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।