বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বাংলাদেশের অর্থনীতির গল্প শুধু বাঙালির কাছেই নয়, সারা বিশ্বে কৌতুহলের বিষয়। তারা জানতে চায় বাংলাদেশের অর্থনীতিতে কী এমন ঘটেছে যার ফলে বিশ্বমন্দার মধ্যেও দেশটি গত এক দশক ধরে গড়ে ছয় শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। জিডিপি’র ভিত্তিতে দেশটির স্থান এখন বিশ্বে ৪৫তম ও ক্রয়ক্ষমতার ভিত্তিতে ৩৩তম। আন্তর্জাতিক জরিপ সংস্থা ‘গ্যালপ’ এর মতে পৃথিবীর সবচেয়ে আশাবাদী জাতি এখন বাংলাদেশে এবং অর্থনৈতিক সম্ভাবনার বিচারে আমাদের অবস্থান দ্বিতীয়। বিশ্ব আজ জানতে চায়, সামাজিক উন্নয়নের কী এমন ঘটেছে যার ফলে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭১ বছর। শিশু মৃত্যুহার কমানোয় আমরা জাতিসংঘ পুরস্কার অর্জন করেছি। গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংবাদপত্র পাঠক ফোরাম আয়োজিত ‘জীবনের কথা, অর্থনীতির কথা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পাঠক ফোরামের সভাপতি নাসির উদ্দিন শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কথা সাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা ও বিআইডব্লিউ্টিএ’র যুগ্ম-পরিচালক আরিফ হাসনাত।