এপ্রিলের মধ্যে ফুটপাত হকারমুক্ত হবে: আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, আগামী এপ্রিল মাসের মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত হকারমুক্ত করা হবে। আর যদি পরিকল্পনা অনুযায়ী রাখতে হয় তবে তা সুবিন্যস্তভাবে রাখা হবে। বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ঢাকা শহরে সমস্ত বাস ও ট্রাকের জন্য টার্মিনাল করতে জায়গা খোঁজা হচ্ছে। ঢাকাকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য তিন হাজার বাস নামানোর পরিকল্পনা রয়েছে। এরমধ্যে এক হাজার এসি বাস থাকবে। এ ছাড়া ১৯০টি বাস কোম্পানির মালিকদের সমন্বয়ে পাঁচটি কোম্পানি করা হচ্ছে।

ঢাকায় অবস্থিত খালগুলোর জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, এগুলো নিয়ে সমস্যা আছে। এগুলোর মালিক ডিসি আর খনন করে ওয়াসা। সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। তাই ঢাকার উন্নয়নের জন্য ওয়াসা আর রাজউকের কিছু কাজ সিটি করপোরেশনের অধীনে আনা উচিত। তাহলে আগামী দুই বছরের মধ্যে অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মনে করি।

তিনি আরও বলেন, এখানে সেখানে যাতে পোস্টার লাগানো না হয় সেজন্য যাত্রী ছাউনির পাশে পোস্টার লাগানোর জন্য বোর্ড করে দেয়া হবে। বিলবোর্ড অপসারণ চলছে। বিলবোর্ডও কমিয়ে আনা হবে। এক্ষেত্রেও পরিকল্পিতভাবে অল্প বিলবোর্ড বসানোর সিদ্ধান্ত নেয়া হবে।

অনুষ্ঠানে গবেষণা ফলাফল উপস্থাপন করেন পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব এবং ড. আক্তার মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান কাজী জামিল আজহার।

এডভোকেট জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদপুর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সার্বিক চিত্র তুলে ধরে বছিলা নদীকে দখলমুক্ত করাসহ তিনি এখানে একটি ওয়াটার পার্ক নির্মাণের আহবান জানান।