বিশ্বের অন্যতম বৃহত্ হোমটেক্সটাইল পণ্যের প্রদর্শনী জার্মানীর ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে সমপ্রতি। ‘হোমটেক্সটিল’ নামে আয়োজিত প্রদর্শনীতে এবার বাংলাদেশের ২১টি টেক্সটাইল উত্পাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে ১১টি রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) ব্যানারে অংশ নেয়। মেসে ফ্রাঙ্কফুর্ট নামে জার্মানভিত্তিক একটি প্রতিষ্ঠান এ মেলার আয়োজন করে। এবারের প্রদর্শনীতে সারা বিশ্বের ২ হাজার ৮৬৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। চার দিনব্যাপী এ প্রদর্শনী শেষ হয় ১৫ জানুয়ারি। আগামী বছর ১০ জানুয়ারি থেকে শুরু হবে এ প্রদর্শনী।