‘রাস্তায় গাড়ি রাখলেই জেল-জরিমানা’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, রাজধানীর কল্যাণপুর থেকে আমিনবাজার পর্যন্ত সড়কে গাড়ি রাখা যাবে না। ১ তারিখের পর ওই সড়কে গাড়ি রাখা হলে মালিক ও শ্রমিককে জেল ও জরিমানা করা হবে।

মঙ্গলবার বিকেলে গাবতলী বাস টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী এলাকার প্রধান সড়ক যানজট ও পার্কিং মুক্ত ঘোষণা উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

আনিসুল হক বলেন, রাস্তায় গাড়ি না রাখলে শ্রমিকদের কোনো সমস্যা না। গাড়ির মালিকেরা রাস্তায় রাখতে বলেন; তাই শ্রমিকেরা বা চালকেরা রাখেন।

অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান, বাস, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক তালুকদার, সংসদ সদস্য আসলামুল হক, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন ও গাবতলী নগর বাস টার্মিনাল কমিটির আহ্বায়ক মফিজুল হক বক্তব্য রাখেন।