বছরের সবচেয়ে বেশি রাজস্ব আদায় নভেম্বরে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের (২০১৫-১৬) নভেম্বর মাসে (মাসওয়ারি) সবচেয়ে বেশি রাজস্ব আদায় করেছে।

নভেম্বরে রাজস্ব আদায় হয়েছে ১২ হাজার ৬৮ কোটি ২ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৯ হাজার ৭২৯ কোটি ৮৭ লাখ টাকা।

এ হিসাব অনুযায়ী, নভেম্বরে রাজস্ব প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ২৩ দশমিক ৩৪ শতাংশ।

সোমবার (৭ নভেম্বর) রাতে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।