গত অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে দেশের রফতানি আয় ৩৭ কোটি ৭৮ লাখ ডলার বেড়েছে। প্রবৃদ্ধির হার ১৫ দশমিক ৯৩ শতাংশ।
রোববার রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নভেম্বরে দেশের রফতানি আয়ের পরিমাণ ছিল ২৭৪ কোটি ৯৩ লাখ ডলার, যা গত অক্টোবরে ছিল ২৩৭ কোটি ১৫ লাখ ডলার।
এদিকে গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের নভেম্বরে দেশে রফতানি আয় ৩৩ কোটি ১৯ লাখ ডলার বেড়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ৭৩ শতাংশ। গত বছরের নভেম্বরে রফতানি আয়ের পরিমাণ ছিল ২৪১ কোটি ৭৪ লাখ ডলার।
নভেম্বরেও রফতানি আয় বৃদ্ধি পাওয়ায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রফতানি আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ৭১ শতাংশে।