একাদশ ও দ্বাদশ শ্রেণির ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পাঠ্য বই মাল্টিমিডিয়ার সাহায্যে ঘরে বসেই শেখার সুযোগ পাবে শিক্ষার্থীরা। ‘ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া কোর্সওয়্যার’ নামের এই ডিজিটাল পাঠ্য বই তৈরি করেছে সিসটেক ডিজিটাল লিমিটেড।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল লাইব্রেরি মিলনায়তনে ডিজিটাল পাঠ্য বইটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। উপস্থিত ছিলেন সিসটেক পাবলিকেশনস ও সিসটেক ডিজিটাল লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং প্রধান নির্বাহী এম রাশিদুল হাসান।
অনুষ্ঠানে জানানো হয়, দুটি সিডিতে অডিও ও ভিডিও প্রেজেন্টেশন ও এনিমেশনের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বইয়ের বিভিন্ন অধ্যায় হাতে-কলমে শেখানো হয়েছে। ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই কারো সাহায্য ছাড়া তথ্যপ্রযুক্তি বিষয়ক শিক্ষা লাভ করতে পারবে। পাশাপাশি শিক্ষকরাও সিডিগুলো মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শ্রেণিকক্ষে ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবেন।