ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে (ভেড়ামারা-ঈশ্বরদী) সঞ্চালন লাইন নির্মাণে ১২ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ ছাড়া মেঘনা নদীর পানির টেকসই ব্যবহারে ১০ লাখ ডলারের কারিগরি সহায়তা দেবে সংস্থাটি। শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এনইসি সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এডিবি‘র সঙ্গে পৃথক দু’টি চুক্তিস্বাক্ষর হয়। ইআরডি’র সিনিয়র সচিব মেজবাহউদ্দিন ও এডিবি’র পক্ষে সংস্থার ঢাকা আবাসিক মিশনের প্রধান কাজুজিকো হিগুচি চুক্তিতে সই করেন। এর আগে মেঘনা নদীর পানির টেকসই ব্যবহারে কারিগরি সহায়তার চুক্তি স্বাক্ষর করা হয়। ‘সাসেক সেকেন্ড বাংলাদেশ-ইন্ডিয়া ইলেক্ট্রিক্যাল গ্রিড ইন্টারকানেকশন প্রজেক্ট’ শীর্ষক প্রকল্প ২০১৫-১৮ বছর মেয়াদে বাস্তবায়িত হবে। এর মধ্যে এডিবি দেবে ১২ কোটি ডলার। অবশিষ্ট অর্থ বাংলাদেশ সরকার যোগান দেবে। এডিবি’র ঋণ অর্থ ৫ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে পরিশোধ করা যাবে। দুই পদ্ধতিতে ১২ কোটি ডলার দেয়া হচ্ছে। এডিএফ ঋণের সুদের হার বছরে ২% আর ওসিআর ঋণের সুদ নির্ধারিত হবে লন্ডনের ব্যাংকগুলোর নিজেদের সুদের হার (লাইবর) ভিত্তিক। ওসিআর ঋণের জন্য অব্যয়িত অর্থের ওপর ০.১৫% হারে কমিটমেন্ট চার্জ এবং ০.১০% হারে প্রিমিয়াম প্রযোজ্য হবে। অনুষ্ঠানে ইআরডি সচিব বলেন, অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করতে কাঙ্ক্ষিত অবকাঠামো গড়ে তুলতে বিপুল অর্থ প্রয়োজন। তা ছাড়া বিদ্যুতের চাহিদাও বাড়ছে ব্যাপক হারে। প্রকল্পটির কাজ শেষ হলে বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি কিছুটা হলেও কমে আসবে। ভেড়ামারা-বহরমপুর আন্তঃসংযোগ গ্রিডলাইন প্রথম চালু হয় ২০১৩ সালে। গ্রিডলাইন স্থাপন প্রকল্পে অর্থায়ন করেছিল এডিবি। এ লাইনের মাধ্যমে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন করা যায়।
এই বিভাগের সর্বাধিক পঠিত