ইলেকট্রনিক পণ্যের মান নিয়ন্ত্রণে টেস্টিং ল্যাব চালু

ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল পণ্যের মান নিয়ন্ত্রণে দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব ‘নুসডাট-ইউটিএস’। সম্প্রতি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড-বিএবির কাছ থেকে আনুষ্ঠানিক সনদ পেয়েছে প্রতিষ্ঠানটি। এত দিন ইলেকট্রনিক পণ্যের মান নিয়ন্ত্রণে কোনো আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব ছিল না দেশে। ফলে পণ্য রপ্তানিতে নিতে হতো বিভিন্ন দেশের সার্টিফিকেট। এতে ভোগান্তির পাশাপাশি অনেক সময় এবং অর্থ ব্যয় হতো।

সংশ্লিষ্টরা জানায়, প্রাথমিকভাবে নুসডাট ল্যাব থেকে ফ্রিজ এবং এয়ারকন্ডিশনারের টেস্টিং রিপোর্ট দেওয়া হবে। পরবর্তী সময়ে টেলিভিশন, মোটরসাইকেলসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যের মান নিয়ন্ত্রণ প্রতিবেদনও দেওয়া হবে। অত্যাধুনিক সরঞ্জাম, অর্ধশতাধিক অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানের সমন্বয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে পণ্য মান যাচাই করা হচ্ছে। বিএবির মূল্যায়নে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখায় নুসডাট-ইউটিএসকে (ইউনিভার্সাল টেস্টিং সার্ভিসেস) অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, সরকারি প্রতিষ্ঠান বিএবি আন্তর্জাতিক মান ও গাইডলাইন অনুসারে বিভিন্ন পরীক্ষাগার, সনদ প্রদানকারী সংস্থা, পরিদর্শন সংস্থা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করে থাকে। দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্য ও সেবার গুণগত মানের স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বিএবি কাজ করছে।

সম্প্রতি ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (আইলাক) এবং এশিয়া প্যাসিফিক ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশনের (অ্যাপলাক) কাছ থেকে বিএবি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এতে বিএবির অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো থেকে পণ্যের গুণগত মান সম্পর্কে যে সনদ দেওয়া হবে তা আইলাক ও অ্যাপলাকের সদস্যভুক্ত দেশগুলোতে সরাসরি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। বিএবির কাছ থেকে অ্যাক্রেডিটেশন পাওয়ায় এখন থেকে নুসডাট-ইউটিএস ল্যাবে পরীক্ষাকৃত পণ্যের টেস্টিং রিপোর্ট বিশ্বের বিভিন্ন দেশের সরকারি মান নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক সরাসরি গৃহীত হবে।

নুসডাট-ইউটিএস ল্যাবের ম্যানেজার প্রকৌশলী আল ইমরান বলেন, দক্ষ, মেধাবী, অভিজ্ঞ প্রকৌশলী এবং বিশ্বের লেটেস্ট যন্ত্রপাতি ও প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলা হয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন টেস্টিং ল্যাব। ফলে খুব শিগগির আইলাক এবং অ্যাপলাকের অন্তর্ভুক্ত সদস্য দেশগুলোর নিজস্ব মান নিয়ন্ত্রণ সংস্থার কাছে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে নুসডাটের রিপোর্ট।

জানা গেছে, বিএবির স্বীকৃতির আওতায় গাজীপুরের চন্দ্রায় অবস্থিত এই ল্যাব থেকে দেওয়া টেস্টিং রিপোর্ট ভারত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব মান নিয়ন্ত্রণ সংস্থার কাছে সরাসরি গ্রহণযোগ্যতা পাবে।