পোশাক খাতে নারীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে চুক্তি

তৈরি পোশাকশিল্প খাতে কর্মরত নারীদের জন্য উন্নত পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে এনজেন্ডারহেলথ বাংলাদেশ এবং বিজনেস ফর সোশ্যাল রেসপনসিবিলিটির (বিএসআর) হার প্রকল্পের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাক প্রস্তুত এবং রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ কার্যালয়ে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির আওতায় এনজেন্ডারহেলথ বাংলাদেশ বিএসআরএর হার প্রজেক্টকে কারিগরি সহায়তা প্রদান করবে।

চুক্তিস্বাক্ষর শেষে আয়োজকরা জানান, পোশাকশিল্পের কর্মীরা সাধারণত প্রজননক্ষম এবং তাদের উল্লেখযোগ্য অংশ বিবাহিত ও যুব দম্পতি। কিন্তু পরিবার পরিকল্পনাসেবা এবং সেবাপ্রাপ্তি, বিশেষ করে দীর্ঘমেয়াদি এবং স্থায়ী পদ্ধতি সম্পর্কে তাদের সচেতনতা খুবই নগণ্য। তাদের এই সচেতনতা বাড়াতে এনজেন্ডারহেলথ বাংলাদেশ কয়েকটি তৈরি পোশাক কারখানায় কাজ করছে এবং এই চুক্তির ফলে কার্যক্রমের পরিধি আরো বাড়াল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ সহসভাপতি মোহাম্মদ নাছির, ডিজিএফপির লাইন ডাইরেক্টর (সিসিএসডিপি) ডা. মঈনুদ্দিন, ডিজিএফপির ডাইরেক্টর (প্ল্যানিং) শেখ মো. শামিম ইকবাল, এনজেন্ডারহেলথ বাংলাদেশের প্রকল্প পরিচালক, মায়ের হাসি-২ ও দেশীয় প্রতিনিধি ডা. আবু জামিল ফয়সাল প্রমুখ।