৪০০ কোটি টাকার সাব অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক। ডিএসই এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ব্যাংকের টায়ার-২ মূলধন বাড়াতে এ বন্ড ইস্যু করা হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করা হবে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাস্ট ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৬৮ কোটি ৮৩ লাখ টাকা এবং অনুমোদিত মূলধনের পরিমাণ ১ হাজার কোটি টাকা।