রাজশাহীর পদ্মায় ধরা পড়ছে রুপালি ইলিশ

রাজশাহীতে পদ্মায় ফের ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ফলে স্থানীয় জেলে-ভোক্তারাও বেশ খুশি।

ইলিশে সাড়া পেয়ে রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জের জেলেরা ব্যস্ত হয়ে পড়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা ইলিশ কিনতে ছুটে যাচ্ছেন।

গোদাগাড়ি উপজেলার জেলেরা জানিয়েছে—ইলিশ ধরে প্রতিদিন প্রত্যেক জেলের ৩ হাজার টাকার মতো আয় হচ্ছে।

জেলা মত্স্য অফিস সূত্রে জানা গেছে—চলতি মৌসুমে নেয়া সংরক্ষণ প্রচেষ্টার ফলে বঙ্গোপসাগরে ইলিশের প্রজনন বৃদ্ধি পেয়েছে। এ কারণে প্রচুর-সংখ্যক ইলিশ ধরা পড়ছে। ১০ অক্টোবর থেকে প্রতিদিন ২৫ মণের বেশি ইলিশ ধরা পড়ছে।