জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংক

চলতি ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ডেভপলমেন্ট আপডেট ২০১৫’ প্রকাশের সময় এই পূর্বাভাস দেয় সংস্থাটি।

বিশ্বব্যাংক বলছে, সরকার মূল্যস্ফীতির হার নির্ধারণ করেছে ৬ দশমিক ২ শতাংশ। এটি অর্জনযোগ্য, তবে বাংলাদেশের অর্থনীতিতে ঝুঁকি ও স্থিতিশীলতা রয়েছে।

ইকোনমিক আপডেট প্রকাশ করেন সংস্থাটির লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট। এ সময় সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মেহরীন এ মাহবুব উপস্থিত।

এদিকে এর আগে এশীয় উন্নয়ন ব্যাংক পূর্বাভাস দিয়েছে, জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ। আর সরকারের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ।